জাতির ভাগ্য উন্নয়নে ও সঠিক দিক নির্দেশনায় শিক্ষার গুরত্ব অপরিসীম। প্রকৃত শিক্ষালাভের মধ্য দিয়ে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, নৈতিক চেতনা ও মূল্যবোধের বিকাশ ঘটে। সকল শিশুর মধ্যেই কিছু না কিছু প্রতিভা রয়েছে। এই সুপ্ত প্রতিভার বিকাশ ও সুষ্ঠু শিক্ষালাভের জন্য উপযুক্ত পরিবেশ ও ক্ষেত্র। আগামী দিনের উজ্জ্বল সম্ভবনাময় শিক্ষার্থী তৈরি করতে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য। শিক্ষার্থীরা স্বতঃস্ফুর্ত ভাবে শিক্ষাজীবনে যেন পদার্পণ করতে পারে এ উদ্দেশ্যে অত্র বিদ্যালয়টি তৈরি করা হয়। এই শিক্ষা প্রতিষ্ঠানটি আজ পর্যন্ত স্বকীয় বৈশিষ্ট্য ও সুনাম অক্ষুন্ন রেখে তার কার্যক্রম সস্প্রসারিত করা যাচ্ছে ধারাবাহিক প্রক্রিয়ায়।
লক্ষ্য ও উদ্দেশ্যঃ
১। দেশের সার্বিক কল্যাণে শিক্ষার্থীদের সুনাগরিকের গুণাবলী অর্জনে উদ্বুদ্ধ করা।
২। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার গৌরবময় চেতনা-মূল্যবোধ এবং স্বদেশপ্রেমে শিক্ষার্থীদের উজ্জীবিত করা।
৩। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি করে শিক্ষার্থীদের যথাযথভাবে পাঠে মনোযোগী করে তোলা।
৪। মূল্যবোধ, নিয়মানুবর্তিতা, নৈতিকতা অনুশীলনের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখানো।
৫। সততাকে জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করতে উদ্বুদ্ধ করা।
৬। সিলেবাসভুক্ত পাঠদানের পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যাবলীর মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা ও জ্ঞানকে বিকশিত করা।
৭। সৃজনশীল চিন্তা, দক্ষ নেতৃত্ব এবং আত্মপ্রত্যয়ী হয়ে উঠতে সাহায্য করা।
৮। উন্নত সদাচারী মানুষ হয়ে পরিবার, সমাজ তথা রাষ্ট্রের সম্পদ হিসেবে গড়ে তোলা।
৯। বিজ্ঞানাগার, আইসিটি ল্যাব, টিভি, ইন্টারনেট ও মাল্টিমিডিয়া তথা অত্যাধুনিক শিক্ষা উপকরণ ব্যবহারের মাধ্যমে শিক্ষাদান করা।
১০। পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান ছাড়াও বিশেষ ক্লাসের ব্যবস্থাসহ অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকমণ্ডলী দ্বারা শিক্ষাদান।
জাতীয় পতাকা
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি।
বিস্তারিত
Shahmohsena Ulia Degree College