শাহ্ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজটি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলীতে একজন ঐতিহাসিক ও মহান ধর্মীয় সাধকের নামে ১৯৮০খ্রিঃ প্রতিষ্ঠিত। এটি আনোয়ারা উপজেলার একমাত্র পূর্ণাঙ্গ পাবলিক কলেজ। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠানটি বিশ্বমানের নাগরিক তৈরির অনন্য ও অগ্রগণ্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণ ও অনাবিল প্রাকৃতিক পরিবেশে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কলেজের নিবেদিতপ্রাণ শিক্ষকমন্ডলীর অক্লান্ত প্রয়াসে সময়ের সাথে এগিয়ে যাচ্ছে এ কলেজের সামগ্রিক সাফল্য।
শিক্ষকমন্ডলী মাল্টিমিডিয়া প্রযুক্তিতে শিক্ষার্থীদের শিক্ষাদানের মাধ্যমে শিক্ষার গুনগত মানোন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমার দৃঢ় বিশ্বাস তাঁদের সান্নিধ্য তোমাদেরকে আলোকিত ও পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে সবিশেষ ভূমিকা পালন করবে। এ কলেজে তোমাদের আগমন শুভ হোক।
বর্তমানে অত্র কলেজের গভর্নিং বডির সভাপতির দায়িত্বে আছেন উপজেলা নির্বাহী অফিসার। পরিচালনা পর্ষদে আছেন কতিপয় খ্যাতিমান কর্মদ্যোগী শিক্ষায় নিবেদিতপ্রাণ দানশীল ও সমাজ হিতৈষী ব্যক্তিবর্গ। সভাপতির দিক নির্দেশনা, মূল্যবান পরামর্শ ও সার্বিক সহযোগিতায় কলেজটি সুশিক্ষা প্রদানের ক্ষেত্রে একটি আদর্শ কলেজ হিসেবে বিবেচিত। এখানে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা এবং স্নাতক পর্যায়ে বি.এ, বি.এস.এস ও বি.বি.এস শিক্ষাক্রম চালু আছে। এছাড়া বৃত্তিমূলক বা কর্মমুখী শিক্ষা প্রসারে কারিগরি শিক্ষাবোর্ড এর অধীনে উচ্চ মাধ্যমিক ব্যবসায় ব্যবস্থাপনা ও প্রযুক্তি (বিএমটি) শিক্ষাক্রম চালু রয়েছে।
শিক্ষার মানোন্নয়নে সম্পতি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি ও প্রতিদিনের শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করা এবং ক্লাসসমূহ ঠিকমত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ ও ক্যাম্পাসে শৃঙ্খলা রক্ষার জন্য "ভিজিল্যান্স টিম" গঠন করা হয়েছে। এছাড়া সেমিনার ও লাইব্রেরি ওয়ার্ক, বিশেষ পরীক্ষাসহ সকল পরীক্ষায় বাধ্যতামূলক অংশগ্রহণ, ফলাফল বিবরণী অভিভাবকের নিকট প্রেরণ এবং সবার জন্য কম্পিউটার শিক্ষা সম্পর্কিত বাস্তব পদক্ষেপও গৃহীত হয়েছে। শিক্ষা প্রচারের ক্ষেত্রে এ প্রতিষ্ঠানের ভূমিকা অতুলনীয়। কলেজের অম্লান ঐতিহ্য অক্ষুন্ন রাখার জন্য প্রত্যেকের সহযোগিতা ও অন্তহীন আন্তরিকতা কামনা করছি।
পরিশেষে, প্রত্যাশা করি তোমাদের জীবন হোক আলোকিত এবং সার্বিক সাফল্যমন্ডিত।
জাতীয় পতাকা
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি।
বিস্তারিত
Shahmohsena Ulia Degree College